শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

পেকুয়ায় চাদাঁবাজী মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহেতাশাম কারাগারে

পেকুয়া প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পেকুয়া উপজেলার সাধারণ সম্পাদক  এহেতাসামুল হককে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞআদালত। বুধবার সকালে তাকে  কারাগারে পাঠানোর নির্দেশ দেন
পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে আমির হোছাইন ইলেক্ট্রনিক এন্ড হার্ডওয়্যার এর স্বত্বাধিকারী আমির হোছাইন থেকে চাঁদা দাবী করে ছাত্রলীগ নেতা এহতেশাম সহ ৫জন।  বিগত ২০১৮ সালে এদের বিরুদ্ধে  চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী আমির হোছাইন বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে ৬ লাখ টাকার চাঁদাবাজি মামলা দায়ের করেন । যার মামলা নং ১০৬৫/১৮ইং। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নেয়।  ওই মামলায় পিআইবি ও সিআইডি কক্সবাজার পৃথক প্রতিবেদন দাখিল করেন। মামলার বাদী আমির হোছাইন পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুর্ব গোঁয়াখালী মৃত নুরুল ইসলাম সাওদাগরের ছেলে।
বুধবার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির দীর্ঘ শুনানির পর ওই মামলার ১নং আসামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহেতেশামকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মিফতাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন এহতেশাম পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাশিয়াখালী এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। মামলার শুনানি শেষে অপর আসামীদের জামিন দেয়া হয়।

সর্বাধিক পঠিত