শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মো. মাসুদ আর নেই

রকিবুল হক শাকিল,ফটিকছড়ি 

ফটিকছড়ি প্রেসক্লাবের সম্মানিত সভাপতি সাংবাদিক সৈয়দ মো. মাসুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৩০ জুলাই রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত কয়েকদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আজ হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সৈয়দ মো. মাসুদ ছিলেন একজন জনপ্রিয় সাংবাদিক ও সমাজসেবক। তিনি নয়া দিগন্ত পত্রিকার ফটিকছড়ি প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফটিকছড়ি প্রেসক্লাব, সাংবাদিক মহল ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সর্বাধিক পঠিত