বোয়ালখালীতে হিন্দু ছাত্র পরিষদের সঙ্গে ওসির মতবিনিময়

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ শাখার সঙ্গে মতবিনিময় সভা করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হৃদয় দে, বোয়ালখালী শাখার সভাপতি অজয় ঘোষ, সাংগঠনিক সম্পাদক রবিন মল্লিক ও অর্থ সম্পাদক পূনম তালুকদার।
সভায় ওসি মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে থানা পুলিশ ও হিন্দু ছাত্র পরিষদ একসঙ্গে কাজ করবে। তিনি মাদকসেবন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোসহ যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থানের আশ্বাস দেন।
তিনি আরও বলেন, “শারদীয় দুর্গোৎসব ঘিরে কোনো ধরনের অনিয়ম বা অশান্তি যাতে না ঘটে, সেজন্য এই ধরনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”