শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

বৌদ্ধ ছায়াঙ্গন এর ১১তম বর্ষপূর্তি উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি
বৌদ্ধ যুবদের সংগঠন বৌদ্ধ ছায়াঙ্গন এর ১১তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২০জুন) বিকেল ৩.৩০ মিনিটে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসুচির মধ্যে ছিল বন্দনা,গাথা ও সুত্রপাঠ প্রতিযোগিতা, বৈকালিক সংঘদান, বৌদ্ধ কীর্তনীয়া সংবর্ধনা, বৌদ্ধ সংগঠন সম্মাননা ওপুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
বিকাল বেলা শুরু হওয়া প্রথম পর্বে অনুষ্ঠিত হয় বন্দনা গাথা ও সূত্রপাঠ প্রতিযোগিতা। এ পর্বের প্রধান বিচারক ছিলেন কাতালগঞ্জ নব পণ্ডিত বিহারের অধ্যক্ষ ভদন্ত ড. উপানন্দ মহাথের। বিচারক হিসেবে আরো দায়িত্ব পালন করেন সংঘনিধি ভদন্ত সুমঙ্গল থের, ভদন্ত এস মেত্তানন্দ থের, ভদন্ত রাহুলাশ্রী ভিক্ষু, ভদন্ত জয়শ্রী ভিক্ষু। প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব’র সভাপতি স্বপন কুমার বড়ুয়া।
বন্দনা,গাথা ও সুত্রপাঠ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন ,
ক বিভাগ: ১ম স্থান- নিলন্তিকা বড়ুয়া, ২য় স্থান- সুমেধ বড়ুয়া, ৩য় স্থান- আত্মদীপ বড়ুয়া।
খ-বিভাগ: ১ম স্থান- ইচ্ছে বড়ুয়া, ২য় স্থান- কীর্তি বড়ুয়া ,৩য় স্থান- প্রণেতা বড়ুয়া আদর।
গ-বিভাগ: ১ম স্থান-অদ্রিতা বড়ুয়া, ২য় স্থান- নন্দিতা বড়ুয়া ,৩য় স্থান- ঐন্দ্রিলা বড়ুয়া।
চট্টগ্রাম শহর ও বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ১০০ জন বৌদ্ধ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় বৈকালিক সংঘদান।

সন্ধ্যা ৬টায় দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বুদ্ধ কীর্তনীয়া সংবর্ধনা, বৌদ্ধ সংগঠন সম্মাননা, প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ ।
বৌদ্ধ ছায়াঙ্গন এর সভাপতি অনুপম বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন অতিরিক্ত সচিব বিমান বিহারী চৌধুরী । উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন কীর্তনিয়া শাক্যপদ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া,সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের সহ-সভাপতি অশোক বড়ুয়া, রোটারিয়ান বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী , বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব (চট্টগ্রাম উত্তর জেলা শাখা) সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলেন বড়ুয়া । বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব’র সভাপতি স্বপন কুমার বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি দোলন কান্তি বড়ুয়া।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপিকা ববি বড়ুয়া , রুবেল বড়ুয়া।
সংবর্ধিত হন ১১ জন বরেণ্য বুদ্ধ কীর্তনীয়া হলেন, অমরকেতু বড়ুয়া, শাক্যপদ বড়ুয়া, বিমল বড়ুয়া, সুলাল বড়ুয়া, চাণক্য বড়ুয়া, বিজয় বড়ুয়া, সুমন বড়ুয়া, নয়ন বড়ুয়া, অনিক বড়ুয়া, নয়ন বড়ুয়া ও মিটুল বড়ুয়া। সম্মাননা প্রদান করা হয় ত্রিরত্ন সংঘ, কন্থক বুড্ডিস্ট ইউনিটি, সম্যক, অরুণোদয়, সীবলী ফাউন্ডেশন, অগ্রদূত বৌদ্ধ সংগঠন, বৌদ্ধ অগ্রগামী সেচ্ছাসেবী সংগঠন, বাংলাদেশ সীবলী মানবিক ফাউন্ডেশন, বাংলাদেশ কলেজ ইউনিভার্সিটি বুড্ডিস্ট স্টুডেন্টস এসোসিয়েশনসহ ১১টি বৌদ্ধ সংগঠনকে।

বৌদ্ধ সংবাদ মাধ্যমে উল্লেখযোগ্য ভুমিকার জন্য তথাগত অনলাইন নিউজ পোর্টাল ও মাসিক প্রবারণাকে সম্মাননা প্রদান করা হয় ।
অন্যান্যদের মধ্যে বৌদ্ধ ছায়াঙ্গনের সাধারণ সম্পাদক শুভ বড়ুয়া এবং সিনিয়র সহ-সভাপতি চয়ন বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও বর্ষপূর্তি কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বাধিক পঠিত