মহেশখালীর ‘পুসাক’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

নিজস্ব প্রতিবেদক
মহেশখালী উপজেলার অন্তর্গত কুতুবজুম ইউনিয়নের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন “পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব কুতুবজুম (পুসাক)”-এর আত্মপ্রকাশ করা হয়েছে। এতে সভাপতি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ খোরশেদ ও সাধারণ সম্পাদক হিসেবে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাছির উদ্দীন মনোনীত হয়েছে।
সোমবার (৯ জুন) আগামী এক বছরের জন্য (২০২৫-২৬ পর্ষদ) সংগঠনটির এলামনাই পরিষদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে। এর আগে একই দিনে কুতুবজুম ইউনিয়ন থেকে চান্সপ্রাপ্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এলামনাই শিক্ষার্থীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অন্যান্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, সহসভাপতি মোহাম্মদ কাইছার ও ওয়াজেদ উল্লাহ। সাংগঠনিক সম্পাদক মো. তারেক মাসুদ ইরফান, দপ্তর সম্পাদক রবিউল আলম, সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান হৃদয়, অর্থ সম্পাদক মোহাম্মদ আল বায়ন, সহ অর্থ সম্পাদক ওয়াহেদ সাদি ওমর, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক মুফিজ উল্লাহ, সাহিত্য বিষয়ক সম্পাদক ছৈয়দুল করিম, ক্রীড়া সম্পাদক মো. ফয়সাল, শিক্ষা ও গবেষণা সম্পাদক শাহেদুল ইসলাম, নারী ও সমাজ কল্যাণ সম্পাদক জেসিয়া আক্তার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন কলি।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য- আবু সালেহ, নুরুল আবছার, সাদি মোহাম্মদ সাগর, সাঈদ আরফাত জিসান, মোহাম্মদ তমিজ উদ্দিন, মোহাম্মদ আব্দু শুক্কর, মোহাম্মদ নিশান, আতিকা হোসেন মায়া ও তাজকিয়া মুজতারিন।