
এরশাদ হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি। মালেশিয়ায় এলিট বিজনেস গ্লোবাল অ্যাওয়ার্ড পেলেন লোহাগাড়ার সন্তান রেমিট্যান্স যোদ্ধা সাহাব উদ্দিন সিআইএলিটপি
মালেশিয়ায় এলিট বিজনেস গ্লোবাল অ্যাওয়ার্ড পেলেন লোহাগাড়ার সন্তান তরুণ সমাজসেবক, রেমিট্যান্স যোদ্ধা, মোহাম্মদ সাহাব উদ্দিন সিআইপি।
২৮জুন (শনিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ইন্টার কন্টিনেন্টাল কুয়ায়ালামপুর মালেশিয়ায় আয়োজিত এ অনুষ্ঠানে Wizard Showbiz কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সাহাব উদ্দিন সিআইপি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া গ্রামের কৃতি সন্তান। তাকে এ সম্মাননা প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর মোঃ সাজ্জাদ হোসেন।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া এর এম্বাসেডর শামীম আহসানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়ে সাহাব উদ্দিন সিআইপি বলেন আজকের এই অর্জন শুধু আমার একার নয়, এটা আমার পরিশ্রম, সহযোগীদের ভালোবাসা আর আল্লাহর অশেষ রহমতের ফল। এমন স্বীকৃতি সত্যিই অনুপ্রেরণাদায়ক। এটি আমাকে আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে এগিয়ে যেতে উৎসাহ দিচ্ছে। সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে দেশ ও মানুষের জন্য কিছু করতে পারি।