শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

মিরাজুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

মেহেদী হাসান মেহের বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আইয়ূবপুর ইউ‌নিয়‌নের চরছয়আনী উত্তরপাড়া মরহুম মাদবর মিয়া মেম্বারের বা‌ড়ি‌তে পবিত্র মিরাজুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ২৩০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা আমির কাজী মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন মাওলানা মাজেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন মাওলানা মো: নাজমুল আলম আরিফ, অধ্যাপক দেওয়ান নকীবুল হুদা, মো. শামীম নূর ইসলাম, মাওলানা জাকা‌রিয়া।

প্রধান অতিথি মাওলানা মাজেদুল ইসলাম বলেন, “মিরাজুন্নবী (সা.) আমাদের আত্মশুদ্ধি ও আল্লাহর পথে চলার শিক্ষা দেয়। নবীজির জীবন আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”

বিশেষ অতিথি মো. শামীম নূর ইসলাম বলেন, “মহানবীর জীবন আদর্শ অনুসরণ করলেই দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন সম্ভব।”

বিশেষ অতিথি মো. নকীবুল হুদা বলেন, “মিরাজুন্নবীর শিক্ষা আমাদের আলোর পথ দেখায়। এটি আল্লাহর প্রতি অটল বিশ্বাস ও ইবাদতের গুরুত্ব তুলে ধরে।”

বিশেষ অতিথি মাওলানা নাজমুল আলম আরিফ বলেন, “মহানবীর জীবন থেকে আমাদের ঐক্য,সৌহার্দ্য ও মানবিকতার শিক্ষা নিতে হবে। সমাজ পরিবর্তনে তাঁর শিক্ষা সর্বাধিক কার্যকর।”

সভাপতি কাজী আবুল বাশার বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।” আলোচনা সভা শেষে শীতার্তদের মাঝে ২৩০ টি কম্বল বিতরণ করা হয়।

উপ‌জেলা অ‌ফিস সম্পাদক আলহাজ্ব কাজী মো: লিটন মোল্লার পৃষ্ঠপোষকতায়

আ‌রো উপ‌স্থিত ছি‌লেন আইয়ূবপুর ইউ‌নিয়ন শাখার সভাপতি মো: হা‌বিবুর রহমান, ঢাকা দক্ষিণের ওয়ার্ড সভাপতি মাসুদুর রহমান , মো. মতিউর রহমান প্রমুখ।

সর্বাধিক পঠিত