শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

মুরগির ফার্মে গ্যাস সিলিন্ডারে ঢুকানো হচ্ছে পেট্রোল পানি, এসিল্যান্ডের অভিযান

এরশাদ হোসাইন, লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি।দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় এলপিজি গ্যাসের সাথে পানি ও পেট্রোল মিশিয়ে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বাজারজাত করার দায়ে সাবেক ছাত্রদল নেতা মোঃ ইলিয়াছ(২৫) নামে এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ২নং ওয়ার্ডের খালদাদ খাঁন পাড়ার তেলি পুকুর পাড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুন লায়েল এ কারাদন্ড দেন।

কারাদন্ড প্রাপ্ত যুবক ওই এলাকার আবদু শুক্কুরের ছেলে ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লোহাগাড়া উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক। যদিও ইলিয়াস কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয় বলে জানান, কিন্তু তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তিনি সাবেক ছাত্রদল নেতা ছিল। এবং লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রাশেদ বলেন, এখন সম্পৃক্ত নাই আগে ছিল। সরজমিনে গিয়ে জানা যায়।

প্রায় এক মাস যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোহাগাড়া উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ইলিয়াস উপজেলার কলাউজানের খালদাদ খান পাড়া এলাকার তেলিপুকুর পাড় সংলগ্ন তার মালিকানাধীন মুরগির খামারে এলপিজি গ্যাস সিলিন্ডারে পানি ও পেট্রোল ভর্তি করে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বাজারজাত করে আসছেন। ঘটনার দিন ভ্রাম্যমান আদালতের অভিযানে হাতেনাতে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ সময় তার মুরগির খামার থেকে ১শ ৭১টি খালি ও ১শ টি পানি-পেট্রোল ভর্তি মেয়াদোত্তীর্ণ এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারে পানি ও পেট্রোল ঢুকানোর কাজে ব্যবহৃত একটি কম্প্রেশার মেশিন জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুন লায়েল বলেন, মুরগির খামারের ভিতরে কমপ্রেসারের মাধ্যমে পানি ও পেট্রোল মিশিয়ে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডারে ভর্তি করছিল একটি চক্র। তারা এলপিজি গ্যাস সিলিন্ডারে বসুন্ধরাসহ বিভিন্ন ব্রান্ডের স্টিকার ব্যবহার করে প্রতারণা করে আসছে। এ সময় ঘটনাস্থল থেকে মোঃ ইলিয়াছ নামে একজনকে আটক করা হয়। তাকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। এসময় ১শ ৭১টি খালি ও ১শত পানি এবং পেট্রোল ভর্তি মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার, একটি কমপ্রেসার মেশিন জব্দ করা হয়। এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

সর্বাধিক পঠিত