
ওবাইদুল ইসলাম উখিয়া উপজেলা প্রতিনিধি
গত ২২ জানুয়ারি উদ্বোধন করা হয় উখিয়া কুটির শিল্প মেলা।
মাসব্যাপী কুটির শিল্প মেলার কথা থাকলেও মাস শেষ হওয়ার আগে বন্ধ হয়ে গেছে উখিয়া মেলা।
উদ্বোধন পর থেকে বিভিন্ন অনিয়ম দুর্নীতি মধ্যে দিয়ে চলছিলো কুটির শিল্প মেলা।
উদ্বোধন সময় কোন অনিয়ম জুয়া, বসানো যাবেনা বলেন।কিন্তু ২ দিনের মাথায় সকল জুয়া ও অনিয়ম কাজকর্ম পরিচালিত হয়।
তাছাড়া বিভিন্ন শিল্পী এনে গান বাজনা করেন।যার ফলে আশে পাশের ১ কিলোমিটার মানুষ অতিষ্ঠ।
মেলার পাশে বসবাসরত মানুষ প্রতিদিন বাদ্যযন্ত্র আওয়াজের ফলে অতিষ্ঠ।
মেলায় আসা গাড়ী থেকে পার্কিং নামে হাতিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার টাকা।সরকারি রাস্তার উপরে পার্কিং করে টাকা নেওয়া হয়েছে।
আরো অভিযোগ রয়েছে, মেলায় টিকের নামের লটারি সিস্টেম করে প্রতিদিন ২৫ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
তাছাড়া উখিয়া মেলাকে কেন্দ্র করে প্রতিদিন শত শত রোহিঙ্গা অনুপ্রবেশ করেন।
সচেতন মহল বলেন : আগামীতে এসব মেলার নামে চাঁদাবাজি ও নোংরা কাজ উখিয়াতে যেনো না হয় সে দিকে উখিয়া ইউনো বা উপজেলা নির্বাহী অফিসার নজর জরুরি ।