শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩২৬ জন

 

মো. কামরুল ইসলাম ফয়সাল, রাঙামাটি

জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের উদ্যোগে আয়োজিত হলো এক ব্যতিক্রমী মানবিক আয়োজন—বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সহায়তা কার্যক্রম।
সোমবার (২৮ জুলাই) নানিয়ারচর জোনের আওতাধীন কুতুকছড়ি বাজার সংলগ্ন বড় মহাপুরম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে পাহাড়ি ও বাঙালি মিলিয়ে মোট ৩২৬ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পটি সরেজমিন পরিদর্শনে আসেন ৩০৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি ক্যাম্পে আগত নারী, পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন। পরে তিনি বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথেও মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি; ক্যাপ্টেন মো. আশিকুজ্জামান (আরএমও, ১৭ ইস্ট বেঙ্গল); মেজর আবু সালেহ মো. মেহেদী হাসান (এএমসি); শিশু বিশেষজ্ঞ ডা. মো. সোহেল চৌধুরী এবং স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. মো. মাসুদুর রহমান তালুকদারসহ অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
চিকিৎসা সহায়তা কর্মসূচিতে ৪৫০ জন পাহাড়ি ও ১৩০ জন বাঙালি সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত হলেও সেবা প্রদান করা হয় ৩২৬ জনকে।
এই মানবিক উদ্যোগটি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য ও আস্থার বন্ধনকে আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সর্বাধিক পঠিত