সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

রাঙ্গামাটির লংগদুতে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ-২০২৫ অনুষ্ঠিত।

তাজ মাহমুদ, লংগদু রাঙ্গামাটি
১৯ অক্টোবর, ২০২৫ রবিবার সকাল ১০টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা শাখার উদ্যোগে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এইচএসসি/আলিম একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীনবরণ-২০২৫ অনুষ্ঠিত।
সংঠনটির উপজেলা সভাপতি মোঃ নবী হোসেনের সভাপতিত্বে ও লংগদু মডেল কলেজ শাখার সেক্রেটারি মোঃ নেহেরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মাদ আলী ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাঙ্গামাটি পার্বত্য জেলা সভাপতি মোঃ রবিউল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, লংগদু প্রেসক্লাবের প্তধান উপদেষ্টা এখলাছ মিয়া খান। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ জুনায়েদুল ইসলাম, কামরুল হাসান, রোখোন উদ্দীন, আল আমিন, আবিদুল ইসলাম।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশর একমাত্র ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির যার কর্মী শতভাগ মাদকমুক্ত, নেশামুক্ত, চাদাবাজিমুক্ত, দখলবাজিমুক্ত। আমরা কোনো শিক্ষার্থীকে জোর জবরদস্তি করে বলি না যে, ছাত্রশিবির করতে হবে। সবাই দলে দলে এসে শিবিরে যোগ দেবে- আমরা এমনটাও চাই না। আমরা চাই, একজন মানুষ হিসেবে আপনারা নীতি-নৈতিকতা, দেশপ্রেম ও ইসলামি মূল্যবোধ বজায় রাখেন। শিক্ষার্থীদের নিয়ে ভালো কাজ করতে আমরা অন্যান্য সংগঠনের প্রতি আহ্বান জানাই।
তারা আরো বলেন, যাদের আত্মত্যাগে আমরা বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি, আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি। এমন উদ্যোগের ধারাবাহিকতা আমরা বজায় রাখবো। আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সচেতন ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

সর্বাধিক পঠিত