রাঙ্গামাটির লংগদুতে জামায়াতে ইসলামীর ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

তাজ মাহমুদ, লংগদু রাঙ্গামাটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি ২৯৯ নং আসনের লংগদু উপজেলার ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি তাজ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিনিধি সম্মেলননে লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার আমীর অধ্যাপক আব্দুল আলীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাঙ্গামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ মোক্তার আহম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ নুরুল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাঙ্গামাটি পার্বত্য জেলা সেক্রেটারি মোঃ এরফানুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের লংগদু উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও মাইনীমুখ ইউনিয়ন আমীর মোঃ শিহাব উদ্দীন, লংগদু সদর ইউনিয়ন আমীর ও উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও আটারকছড়া ইউনিয়ন সভাপতি মাওলানা ফয়েজ আহমদ, কালাপাকুজ্যা ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ মাঈনুদ্দীন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লংগদু উপজেলা সভাপতি মোঃ নবী হোসেন প্রমুখ।
আলোচকবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র প্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জনগণের ভোটাধিকার রক্ষা এবং সুষ্ঠু নির্বাচনে কাজ করবেন। তারা আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত হতে হবে। সেই লক্ষ্যেই ভোটকেন্দ্র ভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে। কেন্দ্রভিত্তিক আমাদের সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম যথাযথ ও ব্যাপকভাবে চলমান রাখলে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারব।
সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়ন, লংগদু সদর ইউনিয়িন, আটারকছড়া ইউনিয়ন ও কালাপাকুজ্যা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় দুইশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।