রাজনীতি আলাদা, সম্পর্ক এক উখিয়া-টেকনাফে চৌধুরি পরিবারের সম্প্রীতির বার্তা

সিয়াম সোহেল
কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে দুই প্রভাবশালী ভাইকে কেন্দ্র করে। জামায়াত মনোনীত দাড়িপাল্লার প্রার্থী নুর আহাম্মদ আনোয়ারির নির্বাচনী অনুষ্ঠানে বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমির, উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান এবং আইন অঙ্গনের সুপরিচিত ব্যক্তি এড. শাহাজালাল চৌধুরি।
একই আসনে তার বড় ভাই, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহাজাহান চৌধুরি ধানের শীষ প্রতীকে লড়ছেন। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং স্থানীয় সাংবাদিক সমাজের একটি অংশের মধ্যে নানা বিশ্লেষণ ও ব্যাখ্যা ছড়িয়ে পড়ে।
আলোচনা সমালোচনার পর এড. শাহাজালালের বড় ছেলে হাসান বান্না সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান,
“পারিবারিক সম্পর্ক অটুট। যে দল যেই মতাদর্শে বিশ্বাস করে, সে দলেরই প্রচারণা করবে-এটাই আমাদের পরিবারের শিক্ষা। বিভ্রান্তি ছড়াবেন না।”
এব্যাপারে মুঠোফোনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এড. শাহাজালাল চৌধুরি আরও স্পষ্টভাবে বলেন, “আমি জামায়াতের সাবেক আমির, উখিয়ার সাবেক চেয়ারম্যান আমার রাজনৈতিক অবস্থান সবার জানা। আমাদের পরিবারে সৌহার্দ্য অটুট। দুই ভাই দুই দলে এতে কোনো বিরোধের সৃষ্টি হয়নি।
তিনি আরো বলেন, “কিছু সাংবাদিক হয়তো বিষয়টি না বুঝে দুই ভাইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছেন। কিন্তু পরিবার হিসেবে আমরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ।”
উখিয়া-টেকনাফে দুই রাজনৈতিক শক্তির দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন যা স্বাভাবিকভাবেই জনমহলে কৌতূহলের জন্ম দিয়েছে। তবে পরিবার যে রাজনীতি ও ব্যক্তিগত সম্পর্ক আলাদা রাখার সংস্কৃতি ধরে রেখেছে-তা স্পষ্ট বার্তায় উঠে এসেছে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এ ধরনের অবস্থান বিভ্রান্তি ও গুজব ছড়িয়ে পড়া কমাতে সাহায্য করবে।