রাজস্থলীতে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের বিশেষ ক্লাস

আইয়ুব চৌধুরী, রাজস্থলী
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ পুলিশ চন্দ্রঘোনা থানার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে জেন্ডারভিত্তিক সচেতনতা বৃদ্ধি ও ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম প্রচারের লক্ষ্যে বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১০টায় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ বিশেষ ক্লাসের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন থানার এসআই এস এম রবিউল আমিন, এসআই মোজাম্মেল হক, এসআই বিষু উপদ হীরা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারী শিক্ষা, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, যৌতুকের কুফল এবং সমাজের বিভিন্ন দায়িত্বশীল স্থানে নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।