
মো.আইয়ুব চৌধুরি, রাজস্হলী
রাজস্হলী উপজেলা বাঙ্গালহালিয়া ইউনিয়নের দলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে স্হানীয় বেকার যুবকদের নিয়ে যুব সমাবেশ ও জনসচেতনতা মুলক ছাগল পালন বিষয়ক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
গত ১৭ জানুয়ারি পাঁচ দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
এতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমার সভাপতিত্বে, প্রধান অথিতি বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, বিশেষ অথিতি ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা এনামুল হক হাজারী, রাজস্হলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃআইয়ুব চৌধুরী।
প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন-বেকার যুবকদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য প্রশিক্ষণ দরকার।বিশেষ করে গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ বর্তমান সময়ে অত্যন্ত যুগোপযোগী।
যুব উন্নয়ন কর্মকর্তা বলেন- দেশ পরিবর্তনে যুবকদের ভুমিকা অনেক তাই বেকার হয়ে ঘরে বসে না থেকে যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের পরামর্শ দেন তিনি।
আইয়ুব চৌধুরী বলেন-বর্তমান প্রেক্ষাপটে যুবকদের ভুমিকা অত্যন্ত কার্যকরী এবং যুগোপযোগী, কেননা যুবকদের হাত ধরে জুলাই-আগষ্ট ২০২৪ আমরা পেয়েছি। এবং সমাজ থেকে বৈষম্য দুর করার অনুপ্রেরণা পেয়েছি।তাই যুবকদের প্রশিক্ষণ সহ সমাজ বিনির্মানে অগ্রগামী ভূমিকা নিতে হবে।
এসময় যুব সংগঠনের প্রশিক্ষিত আত্মকর্মি উনুমং মারমা উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণের বিষয়াদি তুলে ধরেন।
উল্লেখ্য যে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবা মুলক কাজে যুবকদের ভুমিকা শীর্ষক জনসচেতনতা মুলক প্রশিক্ষন ও সমন্বিত খামার স্হাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয় প্রশিক্ষণ কোর্স যতাসময়ে অনুষ্ঠিত হবে জানান যুব উন্নয়ন কর্মকর্তা।