রামুর চাকমারকুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের মৌজিমের দ্বীপ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামসুল আলম (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল আলম ওই এলাকার নুরুল হকের পুত্র।
নিহতের মামা শফি আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় শামসুল আলমকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।