শাকপুরা চৌমুহনী ব্যবসায়ী সমিতির নির্বাচন

বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে শাকপুরা চৌমুহনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচনে সভাপতি পদে মতিউর রহমান রাসেল ও সাধারন সম্পাদক পদে মোহরম আলী নির্বাচিত হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) এ সমিতির ৮টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে মতিউর রহমান রাসেল হারিকেন প্রতীকে ১৯২ ভোট ও সাধারণ সম্পাদক পদে মোহরম আলী তালা চাবি প্রতীকে ২২৯ ভোট পেয়ে বিজয়ী হন।
এছাড়া সহ-সভাপতি পদে সাজ্জাদ হোসেন, সহ- সাধারন সম্পাদক পদে কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে এমরান হোসেন, দপ্তর সম্পাদক পদে ডা. ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক পদে জসিম উদ্দিন, প্রচার সম্পাদক পদে কাজী আবু তালেব নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ধর্মবিষয়ক সম্পাদক পদে আবদুল খালেক এবং সদস্য পদে মো: ফরিদ, দেবরাজ আচার্য্য ও মো. আরাফাত।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রাসেল চৌধুরী এ তথ্য জানিয়েছেন।