শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রস্তাব: ব্যয় হিসাব চেয়ে তিন অধিদপ্তরে চিঠি, এরপর যাবে অর্থ মন্ত্রণালয়ে

মো: তানজিম হোসাইন, স্টাফ রিপোর্টার
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মউশি) শিক্ষকদের দাবির আলোকে শতকরা হারে বাড়িভাড়া ভাতা বাড়ানোর বিষয়টি এগিয়ে নিতে আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে। মন্ত্রণালয়-সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জানায়, বাড়িভাড়া ভাতা বাড়াতে কত অর্থ প্রয়োজন—তার প্রাথমিক একটি খসড়া ইতোমধ্যে জাতীয়করণপ্রত্যাশী জোটের কাছ থেকে পাওয়া হয়েছে; তবে সেটি অসম্পূর্ণ হওয়ায় সরকারি কাঠামো অনুযায়ী পূর্ণাঙ্গ ব্যয়-হিসাব চাওয়া হয়েছে।
গ্রেডভিত্তিক বেতন কাঠামো ভিন্ন হওয়ায় মোট অতিরিক্ত কত অর্থ লাগবে—সে হিসাব নিরূপণে তিন অধিদপ্তরকে পৃথকভাবে চিঠি পাঠানো হচ্ছে:
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)
কারিগরি শিক্ষা অধিদপ্তর
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব বলেন, “মউশি যে চিঠি পেয়েছে, একই চিঠি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট দুই অধিদপ্তরেও পাঠানো হবে। তিন দপ্তর থেকেই আর্থিক ব্যয়ের বিস্তারিত পাওয়ার পর সমন্বিত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।”
মন্ত্রণালয় সূত্র আরো জানায়, সম্পূর্ণ ব্যয়-তথ্য হাতে এলে অনুমোদন প্রক্রিয়ার পরবর্তী ধাপে নীতিগত সিদ্ধান্তের জন্য ফাইল অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।