শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

সংস্কার ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত হবে: মুফতি ফয়জুল করিম

ইবি প্রতিনিধি
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (চরমোনাই) বলেছেন, বর্তমান বাংলাদেশে প্রশাসনের যে অবস্থা— ঢেলে না সাজালে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নেই। এবং সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব কিনা জানি না। কিন্তু প্রশাসনের অবস্থানকে সংস্কার করা না হলে এবং ঢেলে সাজানো না হলে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত নির্বাচন হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেন তিনি।
ফয়জুল করিম বলেন, আগামী সংসদ নির্বাচন আমরা পিআর পদ্ধতির দাবি করে আসছি। আমি মনে করি বাংলাদেশে পিআর পদ্ধতির নির্বাচন সবচেয়ে নিরাপদ নির্বাচন। এখানে ফ্যাসিস্ট তৈরি হবে না এবং জাতীয় এক সংসদ গঠন হবে। সব আদর্শের মানুষ এখানে যেতে পারবে। পেশি শক্তি ব্যবহার হবে না। ভোট-কেন্দ্র দখল হবে না। অতএব পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য নিরাপদ।
ইসলামি দলের জোট নিয়ে তিনি জানান, আমরা ইসলামি দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার চিন্তা ভাবনা করতেছি। আগামীতে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার চেষ্টা করবো।
ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, ঢাকসুু যে নির্বাচন হয়েছে এখানে রাম-বামের নিপাত এবং ভারতপন্থি চিরতরে কবর রচিত হয়েছে। আমরা মনে করি এখানে ইসলামের উত্থান হয়েছে। ভোট নিয়ে ছোটখাটো অনিয়ম দেখা দিলেও অভিযোগ করার মতো ত্রুটি ছিল না। সলিমুল্লাহ যে বিশ্বিবদ্যালয় তৈরি করেছিল আমরা সেখানে কোণঠাসা ছিলাম। মুসলমানদের ঠিক মতো চলতে দেওয়া হয় নাই। মুসলমানরা বুক ফুলিয়ে হাটতে পারেনি। নিঃসন্দেহে ডাকসুর মাধ্যমে ইসলামপন্থিদের বিজয় হয়েছে।

সর্বাধিক পঠিত