
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ড প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক খবরপত্রের সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদীন এর পিতা মো. মোজাম্মেল হোসেন ইন্তেকাল করেছেন।
সোমবার (৪ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স ৫৬ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে সন্তান, ১ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখেছেন। মোজাম্মেল হোসেন সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ ইদিলপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে তার ছেলে জয়নাল আবেদীন বলেন, গত তিন দিন ধরে বাবা বুকের ব্যথায় ভুগছিলেন। আজ সন্ধ্যায় ব্যথা আরও তীব্র হলে প্রথমে সেবা হাসপাতালে নিয়ে যাই৷ পরে অবস্থা বেগতিক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় জয়নাল আবেদীন আরও বলেন, আমার বাবা দীর্ঘ ৩ দশক ধরে সীতাকুণ্ড বাজারে আপনের সামনে সরকারি জায়গায় ফলের ব্যবসা করে আসছিলেন। ৫ আগস্টের পর একদল সন্ত্রাসী আমার বাবার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমার বাবা দিতে অস্বীকৃতি জানালে তারা ওনাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে তিনি বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হন৷ তারা জোরপূর্বক আমাদের দোকানটির সমস্ত মালামালের উপর অমানবিকভাবে বালু ভরাট করে দখল করে নেয়। আমরা থানা ও সেনাবাহিনীর কাছে অভিযোগ করেও কোন বিচার পায়নি৷ থানায় অভিযোগ দিলে এসআই এমদাদকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি প্রতিপক্ষ থেকে ঘুষ খেয়ে আমাদেরকে বারবার অগ্রাহ্য করে।
এদিকে সাংবাদিক জয়নালের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সীতাকুণ্ড প্রেস ক্লাব। সোমবার রাতে সংগঠনের সভাপতি সুলাইমান মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক এম কে মনির লিখিত বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। এতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসাথে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়৷ এছাড়াও সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং নেতৃবৃন্দ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
আগামীকাল দক্ষিণ ইদিলপুর চাঁনমিয়া শাহ জামে মসজিদ সংলগ্ন হোসাইন মঞ্জিল (কানু মৌলভীর বাড়ি) বাড়িতে সকাল দশটায় মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।