
পরিবারের ‘চাপ’ ও পরিণতি
পরিবারকে সন্তুষ্ট রাখতে এবং ‘ভালো মেয়ে’ হিসেবে থেকে যেতে দীপশিখা ছোটবেলা থেকেই নিজের ইচ্ছাকে দমন করতেন। বড় পর্দার প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছেন—বলা হয়, পরিবারের খুশি তাঁর জন্য আগে। কিন্তু পরে যখন তিনি সাহসী চরিত্রে অভিনয় করতে শুরু করেন, পরিবারে জানাজানি হয়; তখন তৈরি হয় নতুন সংকট। কেউ তাঁর সঙ্গে ভালোভাবে কথা বলত না, দেখতে নানা কটূক্তি করতেও ছাড়ত না। এসব দীপশিখাকে হতাশার গহ্বরে ঠেলে দেয়। এসব ঘটনা ও দুবার বিচ্ছেদ মিলিয়ে তিনি হতাশায় ডুবে যান।
পরিবারকে সন্তুষ্ট রাখতে এবং ‘ভালো মেয়ে’ হিসেবে থেকে যেতে দীপশিখা ছোটবেলা থেকেই নিজের ইচ্ছাকে দমন করতেন। বড় পর্দার প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছেন—বলা হয়, পরিবারের খুশি তাঁর জন্য আগে। কিন্তু পরে যখন তিনি সাহসী চরিত্রে অভিনয় করতে শুরু করেন, পরিবারে জানাজানি হয়; তখন তৈরি হয় নতুন সংকট। কেউ তাঁর সঙ্গে ভালোভাবে কথা বলত না, দেখতে নানা কটূক্তি করতেও ছাড়ত না। এসব দীপশিখাকে হতাশার গহ্বরে ঠেলে দেয়। এসব ঘটনা ও দুবার বিচ্ছেদ মিলিয়ে তিনি হতাশায় ডুবে যান।