
চবি প্রতিনিধি
এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু “আনলিমিটেড” যা ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যের (SDGs) কাজকে ত্বরান্বিত করবে। প্রতিযোগীদের সামাজিক উদ্যোগ গড়ে তোলার এবং বিশ্বে ইতিবাচক প্রভাব বিস্তার করার সুযোগ রয়েছে। বৈশ্বিক বিজয়ী হলে পাবেন ১ মিলিয়ন মার্কিন ডলার।
সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের (২য় তলা) ভার্চুয়াল ক্লাসরুমে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। বর্তমান ক্যাম্পাস পরিচালক মো. আমিনুল ইসলাম শরীফ এবং চিফ অব স্টাফ জান্নাতুল মাওয়া মিথিলা প্রতিযোগিতাকে সফল করার জন্য দায়িত্ব পালন করছেন।
প্রতিযোগিতায় রয়েছে ৩টি পর্যায়: অ্যাবস্ট্রাক্ট জমা, সেমিফাইনাল প্রেজেন্টেশন এবং ফাইনাল। ১৬টি দল (২-৪ জন সদস্য) সেমিফাইনাল পর্যায়ে অংশ নিয়েছে। অংশগ্রহণকারীরা তাদের সৃজনশীলতা এবং উদ্যোক্তা দক্ষতা ব্যবহার করবে দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, বৈষম্য এবং শিক্ষা মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলি সমাধানে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরা জামিল (এইচএসবিসি বাংলাদেশ কর্মকর্তা), মো. নাহিদ হাসান (মারিকো বাংলাদেশ), আরাফাতুল ইসলাম আকিব (স্টার্টআপ সিটিজি প্রতিষ্ঠাতা) এবং শেজনান নাভিদ (ব্রেইন মেশিন সিটিও)।
আরও তথ্যের জন্য অনুগ্রহ করে অনুসরণ করুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল্ট প্রাইজ এর অফিসিয়াল ফেসবুক পেইজ।