
চিটাগং ট্রিবিউন ডেস্ক
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তায় মাঠে থাকবেন পুলিশের প্রায় দেড় লাখ সদস্য। এ লক্ষ্যে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ।
ইতোমধ্যে প্রশিক্ষণ পেয়েছেন ৪৮ হাজার সদস্য। বাকি ১ লাখ সদস্যের প্রশিক্ষণ শেষ হবে আগামী ১৫ জানুয়ারির মধ্যে।
কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু ভোট নিশ্চিতে পুলিশ বাহিনী তৎপর থাকলেও সহিংসতা রোধের দায়িত্ব এককভাবে শুধু বাহিনীর ওপর বর্তায় না। আর বিশ্লেষকরা বলছেন, প্রশিক্ষণে পুলিশের মনস্তাত্ত্বিক দিকটিতে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
পুলিশ সদর দপ্তর জানায়, ২৪ এর অভ্যূথান ঘিরে পুলিশের মনোবল অনেকটাই ভেঙ্গে পড়ায় আগামী নির্বাচনে বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতেই এ নির্বাচনি প্রশিক্ষণ চলছে।
