শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

মৎস্যঘের দখলের উদ্দেশ্যে ক্রিড়াঙ্গনে’র মিষ্টার বাংলাদেশ সুজনে’র বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ

চিটাগং ট্রিবিউন ডেস্ক

মহেশখালীতে অবৈধভাবে মৎস্যঘের দখলের উদ্দেশ্যে কক্সবাজারের হয়ে দেশের ক্রিড়াঙ্গনে সুনাম অর্জন করা বডিবিল্ডিংএ ০৪ বার মিষ্টার বাংলাদেশ খ্যাতি অর্জন করা নাজিদ রেখা খান সুজনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে মান ক্ষুন্ন করার চেষ্টা করছে ‘কক্স’স ২৪’ নামে গণমাধ্যম দাবী করা একটি ফেসবুক প্রোর্টাল। যেখানে উদ্দেশ্যমূলকভাবে নাহিদ রেজা খান সুজনকে সন্ত্রাসী বলা হয়েছে। দেখানো হয়েছে মৎস্য ঘের দখলবাজ।
এই প্রসঙ্গে নাহিদ রেজা খান সুজন জানান, ‘গত ১৯ জুলাই কক্স’স ২৪ নামে একটি মাধ্যমে ‘ধলঘাটায় ‘সাতজইন্ন্যাঘোনা’ প্রকাশ নতুনঘোনা আ’লীগের ডেভিল চিহ্নিত সন্ত্রাসী নাহিদ রাজা সুজন গং কর্তৃক দখলের চেষ্টাঃ’ শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে।
এই সংবাদে আমাকে সন্ত্রাসী বলা হয়েছে। আমি নাকি দলবল নিয়ে মৎস্যঘের দখলে হামলা চালিয়েছি। আমাকে ছাত্রলীগের ক্যাডারও বলা হয়েছে। এই তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক।
মূল ঘটনা হলো, বডিবিল্ডিং এর পাশাপাশি সখের বসে নিজ এলাকা মহেশখালী ধলঘাটা ভারতঘোনায় ওয়ারিস সূত্রে পাওয়া খতিয়ানভ‚ক্ত সম্পত্তির উপর মৎস্যঘের করেছি। এদিকে পট পরিবর্তনের পর একই এলাকার সাপ মারা ডেইলের (৯ নং ওয়ার্ড) মৃত হায়দার আলীর ছেলে ইউপি সদস্য নাছির হায়দার চাঁদা দাবীর পাশাপাশি আমাদের মৎস্য ঘের দখলের চেষ্টা চালাচ্ছে।
তারই অংশ হিসেবে গত ১৩ জুলাই রাতে নাছিরের নেতৃত্বে অস্ত্রধারী ১৫-২০ জন লোক আমার মৎস্য ঘেরে হামলা ও লুটপাট চালায়। এসময় লুটপাটকারীরা মাছ বেচা-কেনার নগদ ১৪ লাখ টাকা নিয়ে যায়। ভাংচুর করে মৎস্য ঘের। পাহারাদারদের মারধরপূর্বক ছিনিয়ে নেয় মোবাইল। ওই সময় হামলাকারীরা আমাকেও খুজছিল মারার জন্য।
আমি ‘কক্স’স ২৪’ নামে এই মাধ্যমে’র নিউজ দেখে অবাক হয়েছি, আমরা নাকি দলবল নিয়ে মৎস্য ঘেরে হামলা চালিয়েছি, যেখানে আরো কিছু মানুষের নাম প্রকাশ করা হয়েছে। আমার নিজের সম্পদের উপর আমি কিভাবে দখলের চেষ্টা চালাই? এছাড়া কোন প্রমাণ ছাড়া আমাকে কিভাবে ছাত্রলীগ নেতা বলা হয়? আমার জীবনের বড় অংশজুড়ে ছিল বডিবিল্ডিং প্রতিযোগিতা। বডিবিল্ডিংএ আমি ৪ বার মিস্টার বাংলাদেশ এবং আমার নিজের মালিকানায় সী-কক্স নামে একটি ব্যায়ামাগার রয়েছে। এছাড়া জীবনে চলার পথে কত মানুষের সাথে ছবি তোলা হচ্ছে, আর এই ছবিকে পুজি করে মিথ্যা সংবাদ প্রচার করা কতটা অপেশাদার আপনারাই বলেন? এভাবে মিথ্যা সংবাদ প্রচার করে কারো মানক্ষুন্ন করার কোন অর্থ হয়না। এই ধরণের উদ্দেশ্যমূলক মিথ্যা সংবাদ প্রচারের কারণে মানুষ এসব মাধ্যমের উপর থেকে আস্তা হারিয়ে ফেলে
আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি পাঠকদের অনুরোধ করছি এমন মিথ্যা সংবাদ পড়ে কেউ বিভ্রান্ত হবেননা।

প্রতিবাদকারী
নাহিদ রেজা খাঁন সুজন, কক্সবাজার।

সর্বাধিক পঠিত